বিনোদন ডেস্ক ০৪ জুন ২০২৫ ০১:৩২ এ.এম
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা বিভু রাঘব আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে কোলন ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে পরাজিত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার, ২ জুন ২০২৫ তারিখে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ২০২২ সালে চতুর্থ স্তরের কোলন ক্যানসারে আক্রান্ত হন। বিভু রাঘব, যার আসল নাম ছিল বৈভব কুমার সিং রাঘব।
বিভু রাঘবের অভিনয় দক্ষতা, প্রাণবন্ত উপস্থিতি ও ইতিবাচক মনোভাব দর্শকমনে গেঁথে যায় অল্প সময়েই। টেলিভিশনের পর্দায় ‘নিশা অউর উসকে কাজিনস’ ধারাবাহিকের মাধ্যমে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন।
তার মৃত্যুর খবর প্রথম জানানো হয় অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অদ্বৈত মালিক ও অভিনেত্রী সৌম্য টন্ডনের মাধ্যমে। সামাজিক মাধ্যমে তারা বিভুর চলে যাওয়ার কথা জানান এবং তার শেষকৃত্যের সময়সূচিও প্রকাশ করেন।
তারা জানান, মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে মুম্বাইয়ের ধ্যানেশ্বর নগরে সর্বসাধারণের জন্য অভিনেতার মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এরপর দুপুর ১টায় শোকযাত্রা শুরু হবে।
বিভুর প্রয়াণে শোকাহত সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করছেন। অদ্বৈত মালিক ইনস্টাগ্রামে লেখেন, সবথেকে পবিত্র প্রাণ, শক্তি ও ইতিবাচকতার প্রতীক ছিলে তুমি। তোমার হাসি ঘরকে আলোকিত করত, আর উপস্থিতি সবকিছুকে আরও সুন্দর করে তুলত। তুমি করুণা ও সাহসের এক অসাধারণ দৃষ্টান্ত।
অভিনেত্রী সিম্পল কৌল বিভুর একটি ছবি শেয়ার করে লেখেন, তোমাকে খুব মিস করব, প্রিয় বন্ধু বিভু। তোমার জন্য রইলো ভালোবাসা আর শান্তির কামনা।
অন্যদিকে অভিনেতা করণবীর মেহেরা সংক্ষিপ্ত বার্তায় লেখেন, শান্তিতে ঘুমাও ভাই। খুব তাড়াতাড়ি চলে গেলে তুমি।
নিউবাংলা/জিএস
পুরুষের জন্য কাঁচা হলুদের ৬টি যাদুকরী উপকারিতা
ডেট করার আগ্রহ প্রকাশ করায় বিপাকে রাশমিকা!
বিচ্ছদের পর কঠিন সময় পার করেছি: মিথিলা
প্রত্যেক শিল্পীর জন্যই একক কনসার্ট গুরুত্বপূর্ণ: বাপ্পা মজুমদার
আবারও সিনেমায় ফিরছেন শাবনূর
নায়কের মুখে গন্ধ, চুম্বনের দৃশ্যের পর অসুস্থ হয়ে পড়েছিলেন বিপাশা
খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয় এবং কেন?
আপেল রোজ টি তৈরি করবেন যেভাবে
আমার ভাই আর নেই, চাই না কারও সঙ্গে এমন হোক: সামিরা মাহি
চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা
অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা
ছোটকাকু রহস্যে ভাবনা
১৭ বছর বয়সে কণ্ঠের রাজা- ইরফান রহমান