রবিবার ০৩ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদিদের জন্য আটটি গরু ও ১০টি খাসি জবাই

নিউজ ডেস্ক ০৮ জুন ২০২৫ ১২:৪১ এ.এম

কারাগার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ও খাবারের। নিয়মিত রেওয়াজ অনুযায়ী এবারও ঈদে বন্দিরা পাচ্ছেন বিশেষ খাবার, স্বজনদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানোর সুযোগ, বাড়ির রান্না করা খাবার গ্রহণের অনুমতি, এবং অংশ নিতে পারছেন সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজনে।
কারা অধিদপ্তর বলছে, দেশের সব কারাগারেই বন্দিরা ঈদের বিশেষ খাবারের মাধ্যমে ঈদ আনন্দ উপভোগ করবেন। ঈদুল আজহা উপলক্ষে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদিদের জন্য ৮টি গরু ও ১০টি খাসি জবাই করা হয়েছে।
শনিবার (৭ জুন) ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে দুস্থ বন্দিদের জন্য ৬০০টি লুঙ্গি ও ৮৫০টি টি-শার্ট বিতরণ করা হয়েছে। ঠিকাদারের মাধ্যমে ৮টি গরু ও ১০টি খাসি জবাই করা হয়েছে। এছাড়া বন্দিদের জন্য কারাগারে বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।’

প্রতিবছর ঈদ উপলক্ষে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য থাকে নানা আয়োজন। থাকে বিশেষ খাবার, স্বজনদের সঙ্গে অতিরিক্ত সময় দেখা করার সুযোগ ও বাড়ির রান্না করা খাবারের সুযোগ। এছাড়াও থাকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন। প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষ্যে কারাগারগুলোতে বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
নিউবাংলা/জিএস