রবিবার ০৩ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

আরেকটা বিয়ে করলে সৎবাবা, শাকিবকে যা বললেন ওমর সানী

বিনোদন ডেস্ক ০৬ জুন ২০২৫ ০১:২৬ এ.এম

সানী  শাকিব

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের দর্শকপ্রিয় নায়ক ওমর সানী। অভিনয়ে আগের মতো নিয়মিত নন। সর্বশেষ তাকে ‘ডেডবডি’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে নিজের নানারকম ব্যবসায়ীক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সাম্প্রতিক সিনেমা ও তার ‘সুপারস্টার’ ভাবমূর্তি নিয়ে মুখ খোলেন ওমর সানী। এ বিষয়ে তিনি বলেন, সিনেমা চলে তো দুই দিনও না, এক ঘণ্টাও চলে না। অথচ নিজেকে সুপারস্টার ভাবে। তারা হচ্ছে অন্য জগতের মানুষ। এখানে এসে নিজেকে শিল্পী পরিচয় দেয়। অথচ তাদের সিনেমা এক ঘণ্টাও চলে না। কিন্তু নিজেকে সুপারস্টার ভাবে।

এরপর প্রশ্ন আসে, তাহলে শাকিব খানকে কী সুপারস্টার বলা যায়?

প্রতি উত্তরে সানী বলেন, জানি না। শাকিব কেন এটা দেখে না, আমি জানি না। এটা আমারও প্রশ্ন। তুমি জানো এটা কোন ক্যাটাগরির সিনেমা, তাহলে তুমি আসবা কেন? তুফানও তোমার সন্তান, বরবাদও তোমার, এমনকি অন্তরাত্মাও তোমার সন্তান। এখন তুমি যদি আরেক মেয়েকে বিয়ে করো, সেই ঘরে যদি সন্তান হয়, তাহলে তুমি কি সৎবাবা হয়ে যাবা নাকি? না তো, এটা ঠিক না। ‘বরবাদ’ হিট হলেও ‘অন্তরাত্মা’ চলেনি, উল্লেখ করে ওমর সানী বলেন, এটা মোটেও শাকিবের জন্য ভালো হয়নি। এতে তিনি প্রযোজক হারিয়েছেন। শাকিব খানের সাম্প্রতিক সিনেমাগুলো নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এবার তারই সহশিল্পী যখন সরব হন, তখন সেটিই ঢালিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে।