নিউজ ডেস্ক ০৬ জুলাই ২০২৫ ০২:২৩ পি.এম
সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি জানান, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নামটি যেন বাংলাদেশে একটি ‘প্রাগৈতিহাসিক’ শব্দে রূপান্তরিত হয়েছে। তিনি দাবি করেন, দেশে আওয়ামী লীগকে ঘিরে এখন এমন এক সামাজিক ও মানসিক আতঙ্ক তৈরি হয়েছে, যেখানে দলটির নাম উচ্চারণ করাও অনেকের জন্য ভীতিকর হয়ে দাঁড়িয়েছে।
রনি বলেন, ‘আওয়ামী লীগের জীবনচক্র আজ এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে মনে হয় এটি অতীতের একটি উপাখ্যান মাত্র। সভ্যতার ইতিহাসে যেমন প্রাগৈতিহাসিক যুগ ছিল, ঠিক তেমনি এখন আওয়ামী লীগ যেন ইতিহাসের আগের কোনো নাম।
গোলাম মাওলা রনি আরও বলেন, ‘আজ কেউ যদি বলেন তার বাবা আওয়ামী লীগ করতেন, তাহলে ছেলে যেন পিতৃপরিচয় ভুলে যেতে চায়। কেউ যদি বলেন, অমুক লোক আওয়ামী লীগ করেন, তাহলে মানুষ যেন পেছনে না তাকিয়ে সরে পড়ে। এ এক সামাজিক আতঙ্কে পরিণত হয়েছে, যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ—এই শব্দগুলোই মানুষ এড়িয়ে চলে।’
আওয়ামী লীগ সংশ্লিষ্টতা এখন সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকির কারণ হয়ে উঠেছে বলেও দাবি করেন তিনি। বলেন, ‘বর্তমানে কাউকে যদি আওয়ামী লীগার বলা হয়, তবে তার ঘরবাড়ি, সম্পদ, এমনকি স্ত্রী-সন্তানও ঝুঁকিতে পড়ে। যেন তিনি আর সাধারণ নাগরিক নন, বরং রাষ্ট্রের এক বিপজ্জনক চরিত্র।’
তিনি আওয়ামী লীগকে বর্তমান সময়ের ‘একটি লাশ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘যেমন শহরে মৃত্যু হলে লাশ কফিনে রেখে ফ্রিজে রাখা হয়, ঠিক তেমনি আওয়ামী লীগ নামক লাশটিকেও এখন জনসমক্ষে রেখে ভয় দেখানো হচ্ছে। যেন মানুষ দলটির নামও মুখে না আনে।’
তবে গোলাম মাওলা রনি একইসঙ্গে প্রশ্ন তোলেন—‘আওয়ামী লীগের কি এখানেই শেষ? নাকি ফিনিক্স পাখির মতো আবার আগুন ছুঁয়ে ফিরে আসবে?’ তার ভাষায়, ‘রাজনীতি যদি আদর্শ, চেতনা ও মূল্যবোধের ওপর দাঁড়িয়ে থাকে, তবে আওয়ামী লীগের নাম মুছে ফেললেও তা মানুষের স্মৃতি ও ইতিহাস থেকে মুছে যাবে না। হয়তো একদিন “জাগো বাহে” স্লোগানের মধ্য দিয়ে দলটি আবার জেগে উঠবে।’
রনির এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ একে ‘সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—‘এটি আওয়ামী লীগের ভবিষ্যত নিয়ে এক নির্মম অথচ প্রয়োজনীয় প্রশ্ন।’
নিউবাংলা/জিএস
‘গোপালগঞ্জ কি ভারতের কোনো অঙ্গরাজ্য’
ব্ল-কে-ড সরিয়ে রাস্তার একপাশে অবস্থান নিন : নাহিদ
সারাদেশে ব্ল-কে-ড কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধীদের
ঢাকায় নির্বাচনি শোডাউন করতে চায় জামায়াত
আগামী নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জারিপ
জাতীয় পার্টির মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুল
আ.লীগ এখন ইতিহাস নয় প্রাগৈতিহাসিক উপাখ্যান: রনি
ভোটাররা ২০০ টাকায় ভোট বিক্রি করেন: হাসনাত আব্দুল্লাহ
অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে, বিএনপি কতটা জনপ্রিয়: রিজভী
লন্ডনে ইউনূস-তারেকের বৈঠক: বহুমুখী সিদ্ধান্ত আসার কথা জানালেন মির্জা ফখরুল
গণতন্ত্রের দু র্ভা গ্য, অবাধ নির্বাচন নিয়ে গড়িমসি হয়: রিজভী
খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন শীর্ষ নেতারা
এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়: মির্জা ফখরুল
ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস
ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই: সারজিস