নিজস্ব প্রতিবেদক ০৪ জুন ২০২৫ ১২:৩৪ এ.এম
বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীরা হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন। আজ থেকে হজ পালনের জন্য সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিরাও মসজিদুল হারামে পৌঁছাতে শুরু করেছেন।
হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে তারা তাওয়াফে কুদুম করছেন। এখন শুধু হজের আনুষ্ঠানিকতা শুরুর অপেক্ষা। সৌদি হজ ও ওমরা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ আল-কর্নি জানান, বাইরের দেশ থেকে আগত হাজিদের মক্কা পৌঁছার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হজের আনুষ্ঠানিকতা পালনের প্রস্তুতির অংশ হিসেবে অভ্যন্তরীণ হাজিরাও আজ রাত থেকে মসজিদুল হারামে পৌঁছাতে শুরু করেছেন।
বুধবার (৪ জুন) ইহরাম বেঁধে সারা দিন মিনায় অবস্থান করবেন। পরদিন বৃহস্পতিবার হজের মূল কার্যক্রম হিসেবে হাজিরা আরাফায় অবস্থান করবেন। হজের অংশ হিসেবে হাজিরা ৮ থেকে ১২ জিলহজ মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন। এরপর সাঈ, তাওয়াফ ও দমে শোকর আদায়ের মাধ্যমে পাঁচ দিনব্যাপী হজের কার্যক্রম শেষ হবে। হজ পালনের উদ্দেশে এরইমধ্যে প্রায় ১৫ লাখ মানুষ পাড়ি দিয়েছেন দেশটিতে। বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তায় এবার বিশেষ সতর্ক থাকছে সৌদি প্রশাসন।
অবৈধ প্রবেশকারীদের ঠেকাতে মক্কার প্রবেশপথগুলোতে রাখা হয়েছে বিশেষ কড়াকড়ি। আইন অমান্যকারীদের জন্য রাখা হয়েছে জরামানাসহ বেশকিছু শাস্তির বিধান। সর্বক্ষণ নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ও এ.আই প্রযুক্তি। হজ পালনকারী মুসল্লীদের ২৪ ঘন্টা নিরাপত্তা দিতে বিশেষ দল মোতায়েন করেছে দেশটির সরকার।
এছাড়াও বৃদ্ধি করা হয়েছে স্বাস্থ্য ও জরুরি সেবার পরিধি। হাসপাতালে অতিরিক্ত আরও ৬০ শতাংশ আসন বৃদ্ধি করেছে সৌদি প্রশাসন।
নিউবাংলা/জিএস